নতুন বই ‘এবং মোশতাকের মন্ত্রিসভা-বেইমানির ইতিবৃত্ত’
‘এবং মোশতাকের মন্ত্রিসভা-বেইমানির ইতিবৃত্ত’ গ্রন্থটি বিশ্বাসঘাতক খন্দকার মোশতাক আহমদের মন্ত্রিসভার সদস্যদের পরিচিতি-ইতিবৃত্তকে উপজীব্য করে লিখা হয়েছে। ইতিহাসে ধিকৃত জুডাস, ব্রুটাস ও মীর জাফরের মতো আগস্টের বিশ্বাসঘাতক এক ষড়যন্ত্রময় অপপ্রয়াসের মাধ্যমে হত্যা করেছিল হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তারা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, হত্যা করেছিল দু কন্যা ব্যতীত শিশু রাসেলসহ পরিবারের সকল সদস্যকে। হত্যা করেছিল আত্মীয়বর্গকে। একই সাথে হত্যা করেছিল স্বাধীনতার চেতনাধারা।
পরিতাপের বিষয় এহেন বিশ্বাসঘাতকদের নিয়ে বঙ্গবন্ধু পরিবর্তিত সমাজ বিনির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। এঁরা সকলেই ছিলেন বঙ্গবন্ধুর বিশ্বস্তজন। একই সঙ্গে আইয়ুব বিরোধী সংগ্রাম, সত্তুরের নির্বার্চন ও স্বাধীনতা যুদ্ধের (!) সহযোদ্ধাও ছিলেন। অধিকন্তু নয়া সমাজ বিনির্মাণের প্রশ্নেও ছিলেন প্রতিশ্রুতিবদ্ধ। অধিকন্তু শুধু রাজনৈতিক সম্পর্কই নয়, ব্যক্তিগত সম্পর্কের বন্ধনেও এঁরা বঙ্গবন্ধুর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তদুপরি তারা মহান নেতার উদারতার ফায়দা লুটে বিশ্বাসঘাতকতা করতে দ্বিধান্বিত হননি। শিশু রাসেলের হত্যাযজ্ঞেও কাঁপেনি তাঁদের নিষ্ঠুর হৃদয়। প্রিয় নেতার মরদেহ সৎকারের তোয়াক্কা না করে গ্রহণ করেছিলেন মন্ত্রিত্বের শপথ।
এছাড়া খুনিদের রক্তচক্ষু উপেক্ষা করে যাঁরা প্রতিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন, তাঁদের প্রসঙ্গেও গ্রন্থটিতে করা হয়েছে আবশ্যকীয় আলোকপাত। এ গ্রন্থ পাঠের মাধ্যমে সদাশয় পাঠককুল বাঙলার ইতিহাসের বেইমানির এক কলঙ্কিত অধ্যায় সম্পর্কে সম্যক ধারণা লাভে সক্ষম হবেন বলে মনে করি।
লেখেক পরিচিতি
জন্ম, শৈশব ও কৈশোর উত্তরবাংলার লালমনিরহাট শহরে। পৈতৃক বাড়ি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। বর্তমানে স্থায়ীভাবে ঢাকায় বসবাস। বাবা মরহুম আব্দুল ওয়াদূদ ভূঞা, মা রাজিয়া সুলতানা, পাঁচ ভাই ও এক বোন। স্ত্রী: জেসমীন আরা, তিন কন্যা: তূর্ণা, অরণ্যা, পৌষী রাজকন্যাকে নিয়ে জীবনযাপন। লালমনিরহাটের মিশন স্কুল, মডেল হাইস্কুল ও সরকারি কলেজে অধ্যয়ন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (অনার্স) ও এমএসএস। পেশা: সরকারি চাকরি। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (বর্তমানে পিআরএল ভোগরত)। ছড়া-কবিতা ছাড়াও ভ্রমণ, প্রবন্ধ, অনুবাদ, পরিবেশ, মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বঙ্গবন্ধু বিষয়ক গবেষণা গ্রন্থের প্রণেতা। প্রকাশিত গ্রন্থসংখ্যা: ৬৫।
উল্লেখযোগ্য গ্রন্থ:
বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থ: জনকের প্রতিবাদী জীবন। ১৯৭১-বিদেশি গণমাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ। বাঁচার দাবি: বাঙলা-বাঙালি-বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু এবং বিশ্বের রাজনৈতিক হত্যা। ছোটদের বঙ্গবন্ধু
মুক্তিযুদ্ধ ও গণহত্যা বিষয়ক গ্রন্থ: একাত্তরের অল্পকথা। উত্তরের গণহত্যা। যুদ্ধজীবন। কথা ৭১। রেলওয়েতে মুক্তিযুদ্ধ ও গণহত্যা। পাকিস্তান: পাপাচারের বিষবৃক্ষ। ৭১ এর ছেলেবেলা। শিশুতোষ: একাত্তরের বীরেন স্যার। একটি পতাকা। ছড়া কবিতায় একুশ একাত্তর।
প্রবন্ধ-অনুবাদ গ্রন্থ: কৌটিল্যের অর্থশাস্ত্র। এবং কৌটিল্যের নীতিশাস্ত্র। চাণক্য’র কূট কৌশল। থার্ড ওয়ার্ল্ড টু ফার্স্ট (সিঙ্গাপুরের প্রতিষ্ঠাতা: লি কুয়ান ইউ এর আত্মজীবনী)।
পরিবেশ বিষয়ক গ্রন্থ: বাংলাদেশের নদ নদী। পৃথিবীর পরিবেশ। অরণ্যাদের শ্যামল গাও। ছড়ায় ছড়ায় পরিবেশ।
ভ্রমণ বিষয়ক গ্রন্থ: দেশের নাম ভিয়েতনাম। স্বর্গরাজ্য সিঙ্গাপুর। প্যারিসের পথে পথে। এবং ব্রিটেনের রাজতন্ত্র। প্যারিস পেরিয়ে বিলেত
কবিতা ও ছড়ার গ্রন্থ: বদ্বীপের বেদনা। নৃত্যহীন মৃত্যুদিন। ঘুমকে ঘুমাতে দাও। তাই যদি হবে। সূর্যহীন তাপের ছায়ায়। অন্তর্ভাজে লুকোচুরি। বিশুদ্ধ স্নান। শত কবিতা। কালের কবিতা