মুক্তিযুদ্ধ নিয়ে অহংকার করার বই
তহা মুরাদ
অামাদের মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বা যুদ্ধের কাহিনী ছাপা অাকারে যা পাওয়া যায়,তার অধিকাংশ, বড় বড় রাজনৈতিক নেতা, সামরিক বেসামরিক কর্মকর্তা বা শিক্ষিত মানুষজনের। প্রান্তিক বা অাম জনতার কথা তেমনভাবে তুলে ধরা হয়নি। কিছু কিছু গবেষক তাঁদের গবেষণার বই পুস্তকে তুলে ধরেছেন ঠিকই কিন্তু তাকে যথেষ্ট বলা যাবে না। সময় হিসেবে নয় মাস তেমন কিছু না; কিন্তু নয় মাসে যা ঘটেছে তার প্রকৃত চালচিত্র কতটুকু অামাদের ইতিহাস বা সাহিত্যে উঠে এসেছে, তা বিচার করা প্রয়োজন।
অাপনারা যে বইটির প্রচ্ছদ দেখছেন তার লেখক অতি সাধারণ একজন বাঙালী। পেশা হোমিও ডাক্তার,চট্রগ্রামের অধিবাসী।
কত কঠিন বিপদ পড়ে মানুষ নিজ ভূমি ত্যাগ করেন এবং জন্মভুমিতে ফিরে অাসার অাকুলতা কত গভীর ও প্রাণের টান তা সহ যুদ্ধের নিষ্ঠুরতা কত কঠিন বইটি পড়লেই বুঝা যায়। বইটি ২০১৩ সনে বাংলা বাজারের ‘দি রয়েল পাবলিশার্স’ থেকে প্রকাশ হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে অহংকার ও অাত্মশ্লাঘা যাদের হৃদয়কে অালোড়িত করে তাদেরসহ সবাইকে পড়ার জন্য অনুরোধ করবো।