Home / সবিশেষ / এখন অসংখ্য প্রেমিক মুখ ! রবীন আহসান

এখন অসংখ্য প্রেমিক মুখ ! রবীন আহসান

এখন অসংখ্য প্রেমিক মুখ!
রবীন আহসান

যখন ইন্টারনেট ছিলনা
আমরা তখন প্রেম করতাম!
শহরে যে রাস্তায় বর্ষায় বেলিফুল পাওয়া যেত
সেই সব রাস্তায় আমরা রিকসায় ঘুর ঘুর করতাম!
তোমার গলায় বেলি ফুলের মালা ঝুলত
আমাদের কোন ছাতা ছিলনা
আমরা রিকসার হুড তুলতাম না কখনও!
প্রেম হচ্ছে মেঘের মতো
প্রেম হচ্ছে আকাশের মতো
প্রেম হচ্ছে বৃষ্টির মতো
প্রেম হচ্ছে একটা পাহাড়ী ছোট্ট খরস্রোতা স্বচ্ছ জলের নদীর মতো
সকলেই দেখে সকলেই ভেজে!
প্রেম হচ্ছে সুমনের গানের মতো
আবুল হাসানের কবিতার মতো

তখন ইন্টারনেট ছিলনা
আমরা এইচএমভির ক্যাসেটে সুমনের গান শুনতাম
হিমাংশু দত্তের বর্ষার গান নতুন করে গাইলেন সুমন বাবু…
আহা গান রাত সকাল হয়ে যেত গানে গানে!
সন্ধ্যায় তোমার ক্যাম্পাসে সবুজ বাসে বসে গান কবিতা আড্ডা
তোমার বন্ধু-বান্ধুবি চায়ের দোকানদার সিগারেট আলা
পকেট থেকে সিগারেট ঠোঁটে আসছে জ্বলছে ফুরিয়ে যাচ্ছে আমার!
তখন ইন্টারনেট ছিলনা এই চোখ শুধু তোমাকেই দেখত
মনে হত তুমি মোনালিসা বনলতা সেন অথবা সুনীলের নীরা…

এখন সময় ইন্টারনেটের প্রেম
সহস্র প্রেমিক-প্রেমিকার মুখ ! ইনবক্স প্রেম!
কতটা গোপনে চলবে প্রেম তারও মহাড়া দিয়ে নিচ্ছে প্রেমিক-প্রেমিকা!!!
এখন অসংখ্য প্রেমিক মুখ! কিন্তু কারো মুখে বিশ্বাসের ছায়াটুকু নেই!!!
সকলেই চোর পুলিশ খেলছে প্রেমের নামে!

এমন মরার ইন্টারনেট যুগে কে তোমাকে বলবে মোনালিসা!
বনলতা সেন অথবা সুনীলের নীরা?
কে বলবে রবীন্দ্রনাথের মতো ভালোবাসি ভালোবাসি এই সুরে…

০৫/০৩/২০১৯