লাকী অাখন্দের প্রয়াণের পর
টোকন ঠাকুর
গানগুলো ছড়িয়ে রাখো হাওয়ায় হাওয়ায়
কারা যেন সেই গান কুড়িয়ে নিয়ে যায়
গানগুলো মুড়িয়ে রাখো স্পর্শে ও মায়ায়
ব্যথা পেলে গানও কিন্তু বলে, ‘তবে যাই!’
গানগুলো ভরিয়ে রাখো মনের খাতায়
মরে গেলে রাখো তাকে সুরের ছায়ায়
গানগুলো জড়িয়ে রাখো, যেন না-হারায়
;নীল মনিহার’ অাজ গান থমকে দাঁড়ায়!
গানগুলো ছড়িয়ে রাখো হাওয়ায় হাওয়ায়
কান্নাকে চাপা দিলে সুর ভেসে যায়?