Home / সবিশেষ / মৃত্যুবোধ-আমীন আল রশীদ

মৃত্যুবোধ-আমীন আল রশীদ

 

sk

মৃত্যুবোধ
আমীন আল রশীদ
(কবি মাহবুবুল হক শাকিল ভাইয়ের স্মৃতির প্রতি)

জানি মৃত্যু আসবেই
কেননা মৃত্যুই অমোঘ নিয়তি
অবশ্যম্ভাবি; ভবিতব্য
সুদূর নিকটবর্তী

হয়তো রওনা হয়েছে সে
কোনো বিমারের পাখায় চড়ে
হয়তো অপঘাত দুর্ঘটনা দুর্বিপাক
অকস্মাৎ হৃদয়ের ব্যারাম
এসে আলিঙ্গন করবে
এই জীবনের শরীর

এই ধোঁয়ায় উষ্ণ সন্ধ্যা
ঝলমলে বৃষ্টির দুপুরে সরষে ইলিশ
লাউয়ের কচি ডগার মতো
কিশোরী সকালের আঙিনায়
সে আসবে গভীর অন্ধকার

হয়তো রওনা হয়েছে সে
তার গতিপথ হয়তো ফড়িংয়ের মতো উচ্ছ্বল
হয়তো শঙ্খচিল শালিখের মতো ধীর
হয়তো ঘুঘুর মতো গভীর

মৃত্যু…কেন না মৃত্যুই জীবনের অবশ্যম্ভাবি
সুদূর নিকটবর্তী…