Home / সবিশেষ / আমি শুধু সীমান্ত দেখি-রবীন আহসান

আমি শুধু সীমান্ত দেখি-রবীন আহসান

robin-ahsan

 

আমি শুধু সীমান্ত দেখি – রবীন আহসান

আমি শুধু সীমান্ত দেখি
শুধু কাঁটাতার দেখি
জলপাই রঙের ট্যাংক দেখি
শুধু জল্লাদ দেখি
হিন্দু-মুসলিম-খৃষ্টান-বোদ্ধ-ইহুদী
আদীবাসী-সাঁওতাল-রোহিঙ্গা
সবাই ছুটছেন সীমান্ত ঘেসে
নারী-শিশু-বৃদ্ধা
রক্তপাত-ধষর্ণ লাশ আর লাশ
আগুন আর আগুন
দুনিয়াতে এত এত জল্লাদ পাঠিয়ে
আপনি কোথায় ঘুমচ্ছেন
ঈশ্বর-ভগবান…

২১/১১/২০১৬