Home / সবিশেষ / শ্রদ্ধাঞ্জলি- নুরুন্নাহার শিরীন

শ্রদ্ধাঞ্জলি- নুরুন্নাহার শিরীন

15শ্রদ্ধাঞ্জলি- নুরুন্নাহার শিরীন

 

যোদ্ধা কবির তরেই নাক্ষত্রিক এই চিরকুট জলের ভাষায় লেখা ছিন্নতার এই চিরকুট।
আমি কি কবির তরে লিখবোনা হৎপত্র?
কাব্যভর্তি খুলবো না জলসত্র?
হৃদয় খোলার কালে
অজস্র আত্মিক লালে
সহস্র অশ্রুত রঙে একটি কবিতা যদি –
সহস্র কবির হাতে হয় শ্রদ্ধাঞ্জলি একনদী!
একটি কবিতা যদি অভিন্ন আত্মার জলে
যোদ্ধা কবির তরে তৃষ্ণাঞ্জলিতলে
কৃতাঞ্জলি হয়ে বলে ‘কিগো মনে পড়ে’?
গভীর বেদনা বলে ‘কিগো মনে পড়ে’?

মার্চ। ২০১৬ সাল।
ঢাকা। বাংলাদেশ।