Home / পত্রপত্রিকা / প্রকাশিত হয়েছে “মেঘফুল“ এর ফাল্গুন সংখ্যা

প্রকাশিত হয়েছে “মেঘফুল“ এর ফাল্গুন সংখ্যা

magfulপ্রকাশিত হয়েছে “মেঘফুল“ এর ফাল্গুন সংখ্যা
সম্পাদকের নাম : নীলসাধু।
মূল্য : ১০০ টাকা।
প্রাপ্তিস্থান : এক রঙ্গা এক ঘুড়ি, শ্রাবণ প্রকাশনী এবং বইমেলার লিটলম্যাগ প্রাঙ্গণে “মেঘফুল“ এর স্টলে।

যেকোনো ছোট কাগজের পক্ষেই দীর্ঘ সাত বছর ধরে প্রকাশনা চালিয়ে যাওয়া বাংলাদেশের প্রেক্ষাপটে এক বিরল ঘটনাই বলা চলে। আমাদের দেশে যেখানে প্রতি মাসে প্রায় কয়েকশ নতুন সাহিত্য পত্রিকা বের হয় এবং মাস পেরোনোর আগেই সেগুলো পাঠক-গ্রাহকদের অন্তরালে চলে যায় সেখানে সাত বছর ধরে নানান চড়াই উৎরাই পেরিয়েও নিজেদের প্রকাশনা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে সাহিত্যপত্রিকা “মেঘফুল“। সম্প্রতি বইমেলা উপলক্ষ্যে পত্রিকাটি প্রকাশ করেছে তাদের বর্ধিত ফাল্গুন সংখ্যা।
মেঘফুলের এবারের সংখ্যায় মূল রচনা হিসেবে রয়েছে কবি আবুল হাসানকে নিয়ে মতিন বৈরাগীর লেখা “কবি আবুল হাসান : অন্যরকম অনেক কিছু“, বিশেষ রচনা হিসেবে রয়েছে হুমায়ূন আহমেদের উৎসর্গ এবং তিনটি চিঠি নিয়ে নাতিদীর্ঘ লেখা। এছাড়াও নবীন প্রবীণের সমন্বয়ে বেশ বড় সংখ্যক লেখক-কবির লেখাও রয়েছে এবারের সংখ্যায়। পাশাপাশি রয়েছে ছোট গল্প, অণু গল্প, রম্য গল্প, নিয়মিত বিভাগে কবিতা, ছড়া, অনুবাদ কবিতা, চিঠি, স্মৃতিকথা এবং কবি নাজনীন খলিল এর আত্মসাক্ষাৎকার। পত্রিকাটি সম্পাদনা করেছেন নীলসাধু। দাম পড়বে ১০০ টাকা। পাওয়া যাবে এক রঙ্গা এক ঘুড়ি, শ্রাবণ প্রকাশনী এবং বইমেলার লিটলম্যাগ প্রাঙ্গণে “মেঘফুল“ এর স্টলে।