Home / খবর / হাতে বই থাকলে বিনা ভাড়ায় ট্রেনে ভ্রমণ

হাতে বই থাকলে বিনা ভাড়ায় ট্রেনে ভ্রমণ

ছবিতে টিকিটের বদলে বই দেখাচ্ছেন একজন রেলযাত্রি

হাতে বই থাকলে বিনা ভাড়ায় ট্রেনে ভ্রমণ

ট্রেনে চড়ে যেখানেই যান না কেন, টিকিট লাগবে না। কোনও কল্পকাহিনী নয়, এমনটাই বাস্তবে ঘটছে। তবে এটা সুদূর নেদারল্যান্ডসে। গত ২৮ মার্চ থেকে পুরো এক সপ্তাহ এ সুবিধা পেলেন সে দেশের ট্রেনযাত্রীরা। কিন্তু কেন?
বই পড়ায় উৎসাহ দিতে সেই ১৯৩২ সাল থেকেই নেদারল্যান্ডসে শুরু হয়েছিল সপ্তাহব্যাপী উৎসব ‘বোকেন উইক’। ডাচ শব্দ ‘বোকেন’ এর অর্থ বই। প্রতি বছর এ উৎসবের অঙ্গ হিশেবে দেশজুড়েই চলে নানা ধরনের সাহিত্য উৎসব। এমনকী প্রিয় বইয়ের পাতায় লেখকের স্বাক্ষরও পেয়ে যান সাহিত্যপ্রেমীরা। ‘বোকেন উইক’-এ নানা সুযোগ-সুবিধাও পাওয়া যায়। ধরুন আপনি কোনও লাইব্রেরির সদস্য হলেন, তা হলে বিনামূল্যে একটা বই পেয়ে যাবেন। ‘বোকেন উইক’ এর কথা মাথায় রেখেই বিখ্যাত কোনো লেখক একটা বিশেষ উপন্যাস লেখেন। সেই বইটাই এ সময় নানাভাবে বিনামূল্যেও বিতরণ করা হয় নেদারল্যান্ডসের বাসিন্দাদের।
এ বছরে নেদারল্যান্ডসের বিখ্যাত লেখক ইয়ান সিবেলিঙকের উপন্যাস ইয়াস ভ্যান বেলফত দেশের প্রতিটি ট্রেনেই বিতরণ করা হয়েছে। কোনো যাত্রী যদি ওই বইটা চেকারকে দেখান তবে তার আর ট্রেনের টিকিট লাগেনি। অর্থাৎ একেবারে বিনা ভাড়ায় ট্রেনে ভ্রমণ।
এই বার্ষিক উৎসবের স্পনসর হিশেবে এগিয়ে এসেছিল ডাচ স্টেট রেলওয়ে কোম্পানি। ট্রেনের মধ্যেই ইয়ান সিবেলিঙকের বুক রিডিংয়ের ব্যবস্থাও করেছিল রেল কর্তৃপক্ষ।
শুধু ট্রেনেই নয়, নেদারল্যান্ডসের যে-কোনও বইয়ের দোকান থেকে সাড়ে ১২ ইউরোতে বই কিনলেই ‘ইয়াস ভ্যান বেলফত’ বইটি বিনামূল্যে পাওয়া গিয়েছে। যে-বই চেকারকে দেখালে টিকিট লাগেনি।
গত ১৮ বছর ধরেই এ ধরনের উদ্যোগ নিয়ে চলেছে ডাচ রেল সংস্থাটি। ইন্টারনেট থেকে
লিখেছেন Fazlurrahman Babul