আফসান চৌধুরী-এর উপন্যাস ‘বিশ্বাসঘাতকগণ’ নিয়ে আড্ডা শনিবার
বিশ্বাসঘাতকগণ নিয়ে ঔপন্যাসিক আফসান চৌধুরী এবং গুণীজন মানস চৌধুরীর আলোচনা অনুষ্ঠান আগামীকাল ২২ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪.৩০ টায় বাংলা মোটরের বিশ্বসাহিত্য কেন্দ্র ভবনস্থ বাতিঘর ঢাকায় অনুষ্ঠিত হবে।
“বিশ্বাসঘাতকগণ – এ মানুষের বলকানো রক্তের নীল ধোঁয়া আর লাল ছায়ায় পা ফেলতে ফেলতে আফসান পাঠককে জাগিয়ে তোলেন নতুন নতুন জিজ্ঞাসায়। তেজী ও ক্লান্ত এবং উদ্বুদ্ধ ও নিস্তেজ জীবনের জটিলতা খোলার উদ্যোগ নিলেও সমাধান বাতলে দেওয়ার প্রবণতা থেকে তিনি মুক্ত। বরং মানুষের অমিত সম্ভাবনাকে অনুভব করার জন্যে সশ্রম অনুসন্ধানে নিয়োজিত হতে তিনি পাঠককে অবিরাম উস্কানি দেন। এইভাবে আফসান চৌধুরী অর্জন করেন দায়িত্বশীল ঔপন্যাসিকের অস্বস্তিকর মর্যাদা।”
বাংলাদেশের প্রখ্যাত কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াস বইটির মুল্যায়ন করেছেন এইভাবে।