Home / খবর / কানাডায় ছোটগল্পে ২০১৭ সালের মনোনিত কথাশিল্পীর নাম ঘোষণা-পারভেজ চৌধুরী

কানাডায় ছোটগল্পে ২০১৭ সালের মনোনিত কথাশিল্পীর নাম ঘোষণা-পারভেজ চৌধুরী

 

boi-24

কানাডায় ছোটগল্পে ২০১৭ সালের মনোনিত কথাশিল্পীর নাম ঘোষণা
।।পারভেজ চৌধুরী।।
ছোটগল্পে ২০১৭ সালের ৫ জন মনোনিত কথাশিল্পীর নাম ঘোষণা করেছে কানাডার সিবিসি।এ মনোনয়নে রয়েছেন অপেক্ষাকৃত নবীন লেখকরা। নগদ অর্থসহ রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের স্পনসর করা বিভিন্ন সূযোগ-সুবিধা। মনোনিত পাচ কানাডিয়ান কথাশিল্পী হলেন: ১.মেগ টড (ওয়রিয়র) ২.ক্রজিস্টফ পেল্ক ( দি ডুয়োলেক্ট) ৩.ক্যাজিয়া জুনো (দি পেনিনস্যুলা অফ হ্যাপিনেস) ৪.জ্যাসমিনা ওডোর (এভরিওয়ান হ্যাজ কাম) ৫. এ্যলিস হলে (উইচিং)।
মেগ টড বিভিন্ন সাহিত্য কাগজে নিয়মিত লেখেন। কথাসাহিত্যে তার প্রকাশিত গ্রন্থ: প্রেইরী ফায়ার ও রিডল ফিইস। ক্রজিস্টফ পেল্ক এর প্রকাশিত অন্যান্য গ্রন্থ ১. দি সেক্চুয়াল লাইভস অন প্লানেটস ও মেকিং এন্ড বে্নডিং ইন্টারন্যাশনাল রুলস। ক্রজিস্টফ পেল্ক ম্যাকগিল ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের সহযোগী অধ্যাপক।ক্যাজিয়া জুনো জন্মগ্রহন করেন দক্ষিণ আফ্রিকায় ১২ বছর বয়সে আভিবাসী হন।তার কবিতা,কথাসাহিত্যের বিভিন্ন লেখা কানাডার বিভিন্ন সাহিত্যের কাগজে প্রকাশিত হয়।জ্যাসমিনা ওডোর এর প্রথম গল্পগ্রন্থ “ইউ কেন নট স্টে হেয়ার” প্রকাশিত হয় ২০১৭ সালে।নিয়মিত লেখেন বিভিন্ন সাহিত্যপত্রে। এ্যলিক্স হলে-র পুরস্কার পাওয়া অন্যতম উপন্যাস “অল ট্রু নট এ লই ইন ইট” এছাড়াও মনোনিত হয়েছেন বেশ কয়েকটি পুরস্কারের।