Home / খবর / আগামীকাল টিএসসিতে দীপন স্মরণে আলোচনা সভা

আগামীকাল টিএসসিতে দীপন স্মরণে আলোচনা সভা

w-2আগামীকাল টিএসসিতে দীপন স্মরণে আলোচনা সভা

৩১শে অক্টোবর, ২০১৬ সোমবার জাগৃতি প্রকাশনীর প্রতিষ্ঠাতা ও কর্নধার ফয়সল আরেফিন দীপনের প্রথম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এর মূল মঞ্চে বিকেল ৩.৩০ মিনিটে দীপন স্মৃতি সংসদের উদ্যোগে দীপন স্মরণে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
এছাড়াও আলোচনায় অংশগ্রহন করবেন বিশিষ্ট নাগরিক এবং সুধীজনসহ দীপনের বন্ধুরা। সভায় প্রকাশ করা হবে দীপন স্মরণগ্রন্থ। সভায় মূল আলোচকদের মধ্যে রয়েছেন – অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক অজয় রায়, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ উদ্দিন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আহমেদ কামাল, শিক্ষাবিদ এবং সমাজসেবী মোমতাজুদ্দিন ভূঁইয়া, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, কথাশিল্পী সেলিনা হোসেন, শহীদ জায়া এবং ঔপন্যাসিক শ্যামলী নাসরিন চৌধুরী, সাপ্তাহিক সম্পাদক গোলাম মোতোর্জা, গনজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এবং অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

সভায় আলোচনার পাশাপাশি অন্যান্য আয়োজনগুলোর মধ্যে রয়েছে আলোকচিত্র প্রদর্শনী, জাগৃতির বইমেলা, দীপনের ডিজাইনকৃত প্রচ্ছদ প্রদর্শনী, দীপন স্মরণগ্রন্থের মোড়ক উন্মোচন, মঞ্চনাটক : যশোর রোড এবং দীপনের ওপর নির্মিত প্রামান্যচিত্র। প্রামাণ্যচিত্রটি নির্মান করেছে বক্সঅফিস মাল্টিমিডিয়া লিমিটেড।