Home / নতুন বই / সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে-ফারুক মঈনউদ্দীন

সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে-ফারুক মঈনউদ্দীন

Faruq-Mainuddinসীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে-ফারুক মঈনউদ্দীন
বইয়ের নাম: সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে
লেখকের নাম : ফারুক মঈনউদ্দীন
প্রকাশনা সংস্থা : প্রথমা প্রকাশন
মূল্য : ৩৬০ টাকা
প্রাপ্তিস্থান : প্রথমা প্রকাশন।

পেশায় একজন ব্যাংকার হলেও ফারুক মঈনউদ্দীনের কর্মকান্ড শুধুমাত্র ব্যাংকের ন’টা-পাঁচটা অফিসের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। কখনো তিনি গল্পকার, কখনো অনুবাদক, কখনো অর্থনীতি বিশ্লেষক আবার কখনো একেবারেই নিপাট ভ্রমণলেখক।
বিভিন্ন সময়ে শুধু পেশাগত দায়িত্বপালনই নয় স্রেফ ভ্রমণের জন্যও চষে বেড়িয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। পরিযায়ীর চোখে একটি দেশকে যেভাবে দেখেছেন তারই সরস বর্ণনা দিয়েছেন তিনি।
ইউরোপ। অধিকাংশ বাঙালির মনেই এই নামটি শুনলে ভেসে ওঠে আলোকজ্জ্বল ঝলমলে লন্ডন আই, বাকিংহাম প্যালেস অথবা জ্যান্ত সদৃশ্য মোমের মূর্তির জাদুঘর, মাদাম তুসোর ছবি। কিন্তু এর বাইরেও ইউরোপের যে আরো অনেক রঙ-রুপ রয়েছে সেটি বেশীরভাগ সময়ই নজর এড়িয়ে যায় অধিকাংশ পর্যটকদের। তবে সেই কাঁতারে ফারুক মঈনউদ্দীনকে ফেলা যায় না কোনভাবেই। নিজের ইউরোপ ভ্রমণকালীন সময়ে ইউরোপ মহাদেশের দর্শনীয় স্থানগুলো ছাড়াও নজর এড়িয়ে যাওয়া বিভিন্ন স্থান ও প্রাতঃস্মরণীয় ব্যক্তিবর্গের স্মৃতি বিজড়িত নানান স্থানগুলোতে ঘুরেছেন তিনি। লেখার মাঝে তুলে এনেছেন সেগুলোর বর্ণনা, সাথে প্রয়োজনীয় তথ্য ও ইতিহাস। তাছাড়া তার ভ্রমণকালীন সময়ে ঘটা নানান চমকপ্রদ সব কৌতুক তো রয়েছেই।
‘সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে’ বইটিতে রয়েছে ইউরোপের ৬টি দেশ ভ্রমণের ইতিবৃত্তান্ত নিয়ে মোট ১৪টি লেখা। যার মধ্যে রয়েছে মহাদেশটির দক্ষিণাংশে সীমান্তহীন ইতালি, ভ্যাটিকান সিটি, সুইজারল্যান্ড, ফ্রান্স ও স্পেন নিয়ে মোট ১১টি এবং উত্তরাংশে যুক্তরাজ্যের ৩টি ভ্রমণগল্প। ভ্রমণ নিয়ে যাদের আগ্রহ, বইটি পড়ে তারা স্বচ্ছন্দেই লেখকের চোখে ঘুরে আসতে পারেন ইউরোপের দেশগুলোতে।
‘সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে’ বইটি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। দাম পড়বে ৩৬০ টাকা। পাওয়া যাবে প্রথমা প্রকাশনে।