Home / শুভ জন্মদিন / আজ খ্যাতিমান লেখক অনুবাদক, প্রাবন্ধিক ফারুক মঈনউদ্দীন-এর শুভ জন্মদিন।

আজ খ্যাতিমান লেখক অনুবাদক, প্রাবন্ধিক ফারুক মঈনউদ্দীন-এর শুভ জন্মদিন।

faruq-mainuddinআজ খ্যাতিমান লেখক অনুবাদক, প্রাবন্ধিক ফারুক মঈনউদ্দীন-এর শুভ জন্মদিন।
বইনিউজের শুভেচ্ছা
১৯৫৮ সালের ১০ অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। পেশায় তিনি ব্যাংকার, কিন্তু নেশায় কখনো কখনো তিনি গল্পকার, কখনো অর্থনীতি বিশ্লেষক, কখনো অনুবাদক আবার কখনো ভ্রমণলেখক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি শাস্ত্রে স্নাতক অধ্যয়নের সময় কবিতা লেখার পাশাপাশি সত্তর দশকের শেষভাগে লেখালেখির সূত্রপাত ছোটগল্প দিয়ে। এরপর স্নাতকোত্তর শেষে ব্যাংকিং পেশায় যোগদান করেন। তার আগে সংক্ষিপ্ত সময়ের জন্য সাংবাদিকতার সাথেও যুক্ত ছিলেন। ফারুক মঈনউদ্দীনের প্রথম গল্প প্রকাশিত হয় অধুনালুপ্ত দৈনিক বাংলায় ১৯৭৯ সালে এবং প্রথম গল্পগ্রন্থ প্রকাশিত হয় ১৯৯০ সালে। বাংলায় অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ের মতো জটিল বিশ্লেষণধর্মী লেখাতেও তিনি সমান পারদর্শী। অনুবাদ ও ভ্রমণ সাহিত্যেও আছে সরব পদচারণা। তার এযাবৎ প্রকাশিত গ্রন্থের মধ্যে ৩টি গল্পগ্রন্থ, ৩টি অনুবাদ গ্রন্থ, ৫টি ভ্রমণকাহিনী, একটি প্রবন্ধ এবং অর্থনীতি ও ব্যাংকিং বিষয়ক ৪টি বই প্রকাশিত হয়েছে। তার অনূদিত জীবনানন্দের সাহিত্যিক জীবনী অনন্য জীবনানন্দ গ্রন্থের জন্য তিনি আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার ২০১১ লাভ করেন। বইনিউজের পাঠকদের জন্য ফারুক মঈনউদ্দীনের কয়েকটি বই ও প্রকাশনা সংস্থার নাম এখানে তুলে ধরা হলো :
অনন্য জীবনবিন্দ, জীবনানন্দ দাশের সাহিত্যিক জীবনী – প্রথমা প্রকাশন
সীমান্তহীন ইউরোপের প্রান্তদেশে – প্রথমা প্রকাশন
অর্থ-অনর্থের ব্যাংকিং ও অর্থনীতি – মাওলা ব্রাদার্স
আত্মহননের প্ররোচনা – প্রকৃতি
অপরিচয়ের কালবেলা – পাঠসূত্র প্রকাশনী
মৃত্যুর আগে জীবনের সংগীত – অবসর প্রকাশনা সংস্থা
বেহিসাবীর হিসাবশান্ত্র – সাহিত্য প্রকাশ
মোহিনী মুম্বাই – সময় প্রকাশন
সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে – অবসর প্রকাশনা সংস্থা
কেনিয়ান সাফারি : মাসাই মারার প্রান্তরে – অবসর প্রকাশনা সংস্থা
আর্নেষ্ট হেমিংওয়ের প্যারিসের স্মৃতিকথা – দিব্যপ্রকাশ
নির্ঘুম নিউইয়র্ক – প্রতীক প্রকাশনা সংস্থা
বাংলাদেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতের দেড় দশক – সূচীপত্র