বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের বইআড্ডায় প্রধান অতিথি সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ
বঙ্গবন্ধুর জন্মশতবর্ষকে সামনে রেখে শ্রাবণ বইগাড়ি আগামী ৬ অক্টোবর , রবিবার, বিকাল ৫টায় পরীবাগ সংস্কৃতি বিকাশকেন্দ্রে দ্বিতীয় বইআড্ডার আয়োজন করেছে আর এই আড্ডায় প্রধান অতিথি থাকবেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ, এমপি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ।
খ্যাতিমান সাংবাদিক দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কথাশিল্পী মোস্তফা কামাল-এর লেখা বঙ্গবন্ধুকে নিয়ে ‘ত্রয়ী’ উপন্যাস অগ্নিমানুষ, অগ্নিপুরুষ, অগ্নিকন্যা বই নিয়ে দ্বিতীয় বইআড্ডার আয়োজন করেছে । বিশেষ অতিথি থাকবেন কথাশিল্পী সেলিনা হোসেন।
বইনিয়ে আলোচনা করবেন মানিক মোহাম্মদ রাজ্জাক, পরিচাল নজরুল ইস্টিটিউট,আলোচনা করবেন তুহিন ওয়াদুদ লেখক ও সহযোগী অধ্যাপক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কথাসাহিত্যিক স্বকৃত নোমান। শ্রাবণ বইগাড়ি মুজিব বর্ষ উপলক্ষে মোট ৪০টি বই নিয়ে এই আড্ডার আয়োজন করবে। ৬ অক্টোবর হচ্ছে দ্বিতীয় বইআড্ডা।
মিডিয়া পার্টনার কালের কণ্ঠ-গাজি টিভি -চ্যানেলআইঅনলাইন । ঢাকা ইনিশিয়েটিভ এর সহযোগিতায় এই বইআড্ডার আয়োজন।