Home / বইমেলা / ঢাবিতে কাল থেকে শুরু হচ্ছে নন-ফিকশন বইমেলা-২০১৬

ঢাবিতে কাল থেকে শুরু হচ্ছে নন-ফিকশন বইমেলা-২০১৬

boimala

ঢাবিতে কাল থেকে শুরু হচ্ছে নন-ফিকশন বইমেলা-২০১৬

আগামীকাল ১লা নভেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে বাংলাদেশের খ্যাতিমান প্রকাশকদের প্রকাশিত নন-ফিকশন বই নিয়ে তিন দিনব্যাপী নন-ফিকশন বইমেলা-২০১৬ এর আয়োজন করেছে বণিক বার্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ।
আগামী ১লা নভেম্বর, মঙ্গলবার সকাল ১০টায় মেলাটির উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এবারের মেলায় প্রায় ৩০টির মতো প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। মেলা আগামী ১লা নভেম্বর থেকে শুরু করে ৩রা নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।