Home / বইমেলা / এবার বেইজিং বইমেলায় থাকছে বাংলাপ্রকাশ প্রকাশনী

এবার বেইজিং বইমেলায় থাকছে বাংলাপ্রকাশ প্রকাশনী

286ed488c7db1760838a06এবার বেইজিং বইমেলায় থাকছে বাংলাপ্রকাশ প্রকাশনী
২৩ তম বেইজিং আন্তর্জাতিক বইমেলা ২০১৬- এ বাংলাদেশের পক্ষে বাংলাপ্রকাশ অংশগ্রহণ করছে। আগামী ২৪ আগস্ট থেকে ২৮ আগস্ট পর্যন্ত এই মেলা চলবে। অমিকন গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বাংলাপ্রকাশের প্রকাশক প্রকৌশলী মেহেদী হাসান এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল এই বইমেলায় অংশগ্রহণ করছে। মেলায় বাংলাপ্রকাশের একটি স্ট্যান্ড থাকবে। শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীও এই দলের একজন।