Home / বইয়ের দুনিয়া / সিডনী স্মিথ: কানাডার জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী

সিডনী স্মিথ: কানাডার জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী

18471002_10212102886103427_36934826_n

সিডনী স্মিথ: কানাডার জনপ্রিয় প্রচ্ছদ শিল্পী
।। পারভে জচৌধুরী ।।

কানাডার জনপ্রিয় তরুণ প্রচ্ছদ শিল্পী সিডনী স্মিথ। সিডনীবইয়েরপ্রচ্ছদ ও অলংকরণেরজন্যে২০১৫ সালেকানাডারগভর্রজেনারলেএওয়ার্ডপেয়েছেনশিশুতোষবইজনআর্লসোনরচিত“সাইডওয়াকফ্লাওয়ার”এরজন্যে। সিডনী স্মিথ একজন সব্যসাচী প্রচ্ছদশিল্পী হলেও শিশুদের বই অলংকরণে বেশী স্বাচ্ছন্দ্য বোধ করেন। পড়াশুনা করেছেন ড্রয়িং এন্ড প্রিন্টমেকিং এনভোস্কশিয়া কলেজ অব আর্ট এন্ড ডিজাইনে। পেশাগত ভাবে কানাডার স্বনামধন্য প্রকাশনা সংস্থার প্রচ্ছদ ও অলংকরণ শিল্পী হিসাব কাজ করছেন। তার প্রচ্ছদ ও অলংকরনের মধ্যে রয়েছে অনেক বিখ্যাত বই। বতর্মান সময়ে কানাডার বেস্টসেলার ও একাধিক পুরস্কার প্রাপ্ত উপন্যাস এ্যলিক্স আন্ড্রের“ফিফটিন ডগস”এর প্রচ্ছদ শিল্পী।