কথাসাহিত্যে পুরস্কার পেলেন এ্যলিক্সহলে
।। পারভেজচৌধুরী ।।
কানাডার ছোটগল্পে ২০১৭ কানাডার ছোটগল্পে ২০১৭ সালে সিবিসি পুরষ্কার পেয়েছেন কানাডিয়ান তরুণ কথাশিল্পী এ্যলিক্স হলে। বইয়ের নাম “উইচিং” । একজন আফগান যুদ্ধ ফেরত সৈনিকের মনস্তাত্বিক দ্বন্দ্ব নিয়ে গল্প। পুরস্কার প্রদানকারী জুরীরা বলেছেন, এ্যলিক্স হলে যুদ্ধকে এক ভীন্ন চোখে দেখেছেন এবঙ যুদ্ধের ভয়াবহতা ভীন্নভাবে চিত্রিত করেছেন । এ্যলিক্স হলে-র দ্বিতীয় পুরস্কার এটি। প্রথম পুরস্কার পাওয়া একমাত্র উপন্যাস “অল ট্রু নট এ লাই ইন ইট” (২০১৫)। এছাড়াও মনোয়ন পেয়েছেন বেশ কয়েকটি পুরস্কারের। এ্যলিক্স হলে-র জন্ম ১৯৭৫ সালে কানাডার ভ্যাংকুবারে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনা করেছেন ব্রিটিশ কলম্বিয়া ইউনির্ভাসিটিতে। তার প্রথম গ্রন্থ ‘দি ওল্ড ফেমেলিয়ার”, ২০০৮ সালে প্রকাশিত হয়। অপেক্ষাকৃত নবীন এই লেখককে ভাবা হচ্ছে কানাডিয়ান সাহিত্যের দ্যুতিময় শব্দের কারিগর।