Home / বই আলাপ / ’রাবণ প্রকাশনা’র তিনটি বই-আলম খোরশেদ

’রাবণ প্রকাশনা’র তিনটি বই-আলম খোরশেদ

boi-25

’রাবণ প্রকাশনা’র তিনটি বই-আলম খোরশেদ

”এবারের কোলকাতা বইমেলায় ’রাবণ প্রকাশনা’র স্টল থেকে গোটা তিনেক আত্মজীবনীমূলক গ্রন্থ সংগ্রহ করেছিলাম। অনেকেই জানেন, এই প্রকাশনীটি একই নামে আত্মজৈবনিক রচনার একটি ষান্মাসিক পত্রিকাও প্রকাশ করে থাকে। তো, গত কিছুদিনে বই তিনখানা পড়ে শেষ করা গেল। এদের মধ্যে মলয় রায়চৌধুরীর স্মৃতি-আখ্যান ’ছোটোলোকের যুববেলা’, কী ভাষা, কী বিষয়, কী ভঙ্গিতে সবচেয়ে সাহসী, সপ্রতিভ ও সুখপাঠ্য রচনা, যা হাংরি আন্দোলনের প্রবক্তা এই আশি ছুঁই ছুঁই তরুণের কিংবদন্তিতুল্য প্রতিষ্ঠানবিরোধী স্বভাবের সঙ্গে বেশ খাপ খেয়ে গেছে।

ময়মনসিংহের জমিদারনন্দন, কবি রঞ্জিত সিংহ, যিনি এক সময় কবি মণীন্দ্র গুপ্তর সঙ্গে ‘এক বছরের শ্রেষ্ঠ কবিতা’ প্রকাশ করে বিখ্যাত হয়েছিলেন, তাঁর আত্মজীবনীটির নাম রেখেছেন রবীন্দ্রনাথের ’পূরবী’ কাব্যগ্রন্থের একটি কবিতার পঙক্তি, ‘তবু শূন্য শূন্য নয়’ ব্যবহার করে। গ্রন্থটি তাঁর কবিসত্তার মতই নিরুত্তেজ, নিরুচ্চার অথচ এক গভীর প্রত্যয় ও প্রসন্নতায় ভরা।

সবশেষে, নিউইয়র্ক প্রবাসী বন্ধু সমাজতাত্ত্বিক, পার্থ বন্দ্যোপাধ্যায়-এর ‘ঘটি কাহিনি’ গ্রন্থটি বুঝি ঐতিহাসিক তপন রায় চৌধুরীর বিখ্যাত ‘বাঙালনামার’ই এক যোগ্য প্রতিদ্বন্দ্বী; কোলকাতার ঘটিজীবনের অনুপুঙ্খ দলিলবিশেষ, যা রচিত হয়েছে লেখকের অকপট উচ্চারণে, আটপৌরে অথচ আবেগমথিত এক অন্তরঙ্গ ভাষায়, পাঠককে যা সহজেই সময়ের সহযাত্রী করে নেয়।